• ঢাকা
  • সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২, ২৯ শাওয়াল ১৪৪৬

‘অখণ্ড ভারতের’ মানচিত্রের ব্যাখ্যা দিল ভারত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৯, ২০২৩, ১০:৩৩ এএম
‘অখণ্ড ভারতের’ মানচিত্রের ব্যাখ্যা দিল ভারত

ভারতের নতুন সংসদ ভবনে ‘অখণ্ড ভারতের’ মানচিত্রের ব্যাখ্যা দিয়েছে দেশটি। বাংলাদেশের প্রশ্নের জবাবে ভারত জানায়, ম্যুরালটি দিয়ে সম্রাট অশোকের রাজত্বকাল বোঝানো হয়েছে।

বৃহস্পতিবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

রফিকুল আলম বলেন, “ভারতের নতুন সংসদ ভবনে একটি ম্যুরাল স্থাপিত হয়েছে, যেখানে একটি মানচিত্র রয়েছে বলে আমরা অবহিত হয়েছি। এর ধারাবাহিকতায় আমরা ভারতের কর্তৃপক্ষের কাছ থেকে যা জানতে পেরেছি, সেটি হলো সম্রাট অশোকের রাজ্যের ব্যাপ্তি এবং সে সময় সম্রাট অশোকের নেতৃত্বে সংঘটিত জবাবদিহিমূলক এবং মানুষের উন্নয়নকেন্দ্রিক শাসনব্যবস্থার প্রতীকী হিসেবে আলোচিত ম্যুরালটি স্থাপিত হয়েছে “

মোহাম্মদ রফিকুল আলম আরও বলেন, “ওই ম্যুরাল স্থাপনের মূল ভাবনা ছিল ঐতিহাসিক প্রাচীন ভারত, বিশেষত সম্রাট অশোকের রাজত্বকে ফুটিয়ে তোলা। আমরা এই মর্মে অবহিত হয়েছি যে ম্যুরালটিতে সম্রাট অশোকের সাম্রাজ্যখচিত হয়েছে।”

এর আগে পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম জানিয়েছিলেন, অখণ্ড ভারতের মানচিত্র নিয়ে দিল্লির কাছে ব্যাখ্যা চাওয়া হবে।

গত ২৮ মে নতুন সংসদ ভবন উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের সংসদবিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশি ম্যুরালটিকে ‘অখণ্ড ভারত’ হিসেবে বর্ণনা করেছিলেন। মূলত নতুন সংসদ ভবনে ম্যুরালের মাধ্যমে অখণ্ড ভারতের এক মানচিত্র ফুটিয়ে তোলা হয়েছে। সেই অখণ্ড ভারতের মধ্যে রয়েছে আফগানিস্তান, পাকিস্তান, নেপাল, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও মিয়ানমার।

Link copied!