• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্বাধীন বাংলা বেতারের ব্যবস্থাপক-উপস্থাপক আশফাকুর রহমান আর নেই


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৪, ২০২৩, ০১:০০ পিএম
স্বাধীন বাংলা বেতারের ব্যবস্থাপক-উপস্থাপক আশফাকুর রহমান আর নেই

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান ব্যবস্থাপক, উপস্থাপক ও অন্যতম সংগঠক আশফাকুর রহমান খান মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শুক্রবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর খবরটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোয়ার হোসেন খান।

পরিবার সূত্রে জানা গেছে, আশফাকুর রহমান খানের মরদেহ রাজধানীর মনিপুরীপারার বাসায় রাখা হয়েছে। রাজধানীর ফার্মগেট এলাকার বায়তুশ শরীফ মসজিদে জুমার পর তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ দাফনের জন্য মুন্সীগঞ্জের ষোলশহরের নিয়ে যাওয়া হবে। সেখানে তাকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদানের পরে দাফন করা হবে।

দেশ স্বাধীন হওয়ার পরে বাংলাদেশ বেতারে যোগদান করেন আশফাকুর রহমান খান। বেতারের থেকে উপপরিচালক পদে উন্নীত হয়ে অবসরে যান।

Link copied!