• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

‘ভুল-ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখা হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২০, ২০২৪, ০২:৩৮ পিএম
‘ভুল-ত্রুটি হলে অন্তর্বর্তী সরকারকেও চাপে রাখা হবে’
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন সারজিস আলম। ছবি : সংগৃহীত

ভুল-ত্রুটি হলে অন্তর্বর্তীকালীন সরকারকেও চাপে রাখা হবে বলেন মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম।

মঙ্গলবার (২০ আগস্ট) সকালে আগারগাঁওয়ের পঙ্গু হাসপাতালে ভর্তি ১৪০ জন আহতকে দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।

উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, “এখন পর্যন্ত সরকারিভাবে পর্যাপ্ত সহযোগিতা পাচ্ছেন না আহতরা। লাল ফিতার দৌরাত্ম্যে, সরকারি সহায়তায় বিলম্বিত হচ্ছে। তাই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে আহতদের সহায়তায় এগিয়ে আসার আহ্বান করছি।”

আন্দোলনে আহতদের তালিকার বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক বলেন, “আমরা এখন পর্যন্ত আহতদের অফিসিয়াল কোনো তালিকা পাইনি। আশা করছি, সরকার খুব দ্রুতই তা করবে। সম্ভব হলে আজকেই করবে।”

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা আহতদের সঙ্গে সাহায্যকারীদের যোগাযোগ করিয়ে দেবে জানিয়ে সারজিস আলম বলেন, “দ্রুততম সময়ের মধ্যে এই তালিকা প্রকাশ করতে নতুন সরকারের স্বাস্থ্য বিভাগকে আহ্বান করছি।”

Link copied!