কোটাবিরোধী আন্দোলনে উত্তাল শাহবাগ। সড়ক অবরোধ করে দুপুর থেকে আন্দোলন করছে ছাত্র সমাজ। এতে আশপাশের ছোট-বড় সব সড়কে তীব্র যানজট তৈরি হয়েছে। যার প্রভাব পড়ছে মেট্রোরেলে। দীর্ঘ যানজট থেকে বাঁচতে মেট্রোরেলে ভিড় করছেন সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (৪ জুলাই) শাহবাগ মেট্রো স্টেশনে দেখা যায়, স্বাভাবিক সময়ের চেয়ে এদিন টিকিট কাউন্টারে দীর্ঘ সারিবদ্ধতা। বিশেষ করে উত্তরাগামী যাত্রীদের একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে মেট্রোরেল।
আব্দুল রফিক নামের এক যাত্রী সংবাদ প্রকাশকে বলেন, “সকাল থেকে শাহবাগের আন্দোলনের কারণে পুরো ঢাকা অচল। প্রধান সড়কে অবরোধ করে রেখেছেন শিক্ষার্থীরা। তাই মেট্রোরেলে উত্তরা যাচ্ছি।”
নাঈম নামের আরেকজন বলেন, “আশেপাশে সড়কে কঠিন অবস্থা। যাতায়াদের কোনো পথ নেই। কীভাবে মানুষ তার গন্তব্যে যাবে, তার কোনো ঠিক নেই। তাই মানুষ মেট্রোরেলে যাতায়াত করছে।”