• ঢাকা
  • বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ১৭ শাওয়াল ১৪৪৬

মিরপুরে অবৈধ মেলা উচ্ছেদ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৫, ০৮:১৬ পিএম
মিরপুরে অবৈধ মেলা উচ্ছেদ

রাজধানীর মিরপুর ১১ নম্বর সেকশনের প্যারিস রোড মাঠের অবৈধভাবে আয়োজন করা মেলা উচ্ছেদ করা হয়েছে। এসময় অন্তত ১৫০টি স্টল উচ্ছেদ করা হয়।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এই উচ্ছেদে অভিযান পরিচালনা করে। ডিএনসিসির অঞ্চল-২ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান এবং সম্পত্তি কর্মকর্তা ফারজানা খানম এই অভিযানের নেতৃত্ব দেন।

অভিযান প্রসঙ্গে আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান বলেন, “আমরা জানতে পারি মিরপুর প্যারিস রোড মাঠে বিনা অনুমতিতে অবৈধভাবে মেলাটি চলছিল। বৈধ অনুমতি না থাকায় মেলার সব স্টল ও রাইড উচ্ছেদ করে মাঠটি দখলমুক্ত করা হয়েছে। ডিএনসিসি এলাকায় অনুমতি ব্যতীত মাঠ, পার্ক দখল করে মেলা আয়োজনের কোনো সুযোগ নেই। এই বিষয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!