• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউ মার্কেটের আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ইফতার বিতরণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ০৬:২৫ পিএম
নিউ মার্কেটের আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ইফতার বিতরণ

রাজধানীর নিউ মার্কেটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অগ্নিনির্বাপণের কাজে দায়িত্বরতদের ইফতার দিয়েছে সামাজিক, রাজনৈতিক সংগঠনসহ বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাহিনীর সদস্য।

শনিবার (১৫ এপ্রিল) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব বাহিনী ও সংগঠনকে আর্তমানবতার সেবায় ইফতার বিতরণ করতে দেখা যায়।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীসহ ইফতার বিতরণ করাদের মধ্যে রয়েছে হামদার্দ, বিদ্যানন্দ ফাউন্ডেশন, হিউম্যানিটি ফার্স্ট, জুম বাংলাদেশ, মাস্তুল ফাউন্ডেশন।

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এক কর্মকর্তা সংবাদ প্রকাশকে বলেন, “অগ্নিকাণ্ডে নিউ মার্কেট এলাকায় সকাল থেকে নিরাপত্তার কাজে আমাদের ২ প্লাটুন (৭০ জন সদস্য) কাজ করছে। তাদের অনেকেই রোজা রেখেছেন। কাজ করতে করতে ক্লান্তও হয়ে পড়েছেন কেউ কেউ। তাদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।”

ক্ষতিগ্রস্তদের ইফতার দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন জুম বাংলাদেশের প্রতিষ্ঠাতা শাহিন প্রধানও। এছাড়া বিদ্যানন্দ ফাউন্ডেশন বঙ্গবাজারে ৬০০ জনকে ইফতার দিয়েছে।

নিউ মার্কেটর ফুটপাতের ব্যবসায়ী মো. রুহুল মিয়া ও আল মক্কা দোকানের মালিক আবু সাইফ বলেন, “আগুনে আমাদের যে ক্ষতি হয়েছে তা বলে বোঝান যাবে না। আমাদের ইফতার করার মতো অবস্থা নেই। তারপরও বিভিন্ন সংগঠনের এগিয়ে আসায় আমাদের সিয়াম পালন হলো।”

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউ মার্কেটের নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। ৫টা ৪৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে। এরপর একে একে ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের পাশাপাশি সেখানে যোগ দেয় সেনা, নৌ ও বিমান বাহিনীর অগ্নিনির্বাপণী সাহায্যকারী দল। ঘটনাস্থলে র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার মোতায়েন করা হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন স্বেচ্ছাসেবীরাও।

Link copied!