নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, “শেখ হাসিনা দেশের কল্যাণের জন্য কিছু করেননি। মানুষ সংস্কার চায়, সুষ্ঠু নির্বাচনও চায়। তবে, মানুষের পেটে আগুন লাগলে, সংস্কার ভালো লাগে না। এই সরকারকে প্রথমে পেটের ক্ষুধা দূর করতে হবে, দ্রব্যমূল্য কমাতে হবে।”
শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে, নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তর আয়োজিত জনসভায় তিনি এ প্রশ্ন রাখেন।
এ সময় তিনি বিএনপি আগামী নির্বাচনে বিজয়ী হলে জনগণের কাঙ্ক্ষিত একটি সুন্দর দেশ গড়া সম্ভব কিনা, প্রশ্ন রাখেন।
যারা এখনই দখলদারি ও চাঁদাবাজির চিন্তা করে, তাদের দিয়ে দেশের কল্যাণ সম্ভব কিনা প্রশ্ন রেখে তিনি বলেন, “আমাদেরকে দেশ বদলাতে হবে এবং দেশের মানুষের ভাগ্য বদলাতে হবে। অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করতে হবে।”
আলাপ আলোচনার ভিত্তিতে, ঐক্যবদ্ধভাবে এই জাতির ভাগ্য পরিবর্তনে সবাইকে ভূমিকা রাখারও আহ্বান জানান মান্না।
আনিসুর রহমান খসড়ুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার, রাজনৈতিক বিশ্লেষক আশরাফ কায়সারসহ দলের কেন্দ্রীয় ও মহানগর উত্তরের নেতারা।
বক্তারা বলেন, বসুন্ধরা গ্রুপসহ আওয়ামী লীগ সরকারের সময়ে দুর্নীতির সঙ্গে জড়িতদের বিচারের আওতায় আনতে হবে। এছাড়া দেশের পট পরিবর্তনের ফলে আওয়ামী লীগের চিন্তা বাদ দিয়ে, দেশের উন্নয়নের কথা ভাবতে হবে বলে উল্লেখ করেন বক্তারা। দেশে নতুন রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার লক্ষ্যে কাজ করারও আহ্বান জানান তারা।