• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘টেলিকম খাতে কেউ দানব হলে পাখা কেটে দেওয়া হবে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ৪, ২০২৪, ০৪:৫৪ পিএম
‘টেলিকম খাতে কেউ দানব হলে পাখা কেটে দেওয়া হবে’
বক্তব্য রাখছেন বিটিআরসি চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদুল বারী। ছবি : সংগৃহীত

টেলিকম খাতে কেউ ‘দানব’ হলে তার পাখা কেটে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) এমদাদুল বারী।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে একটি হোটেলে ‘আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় টেলিযোগাযোগ নেটওয়ার্কের গুরুত্ব’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা বলেন।

এমদাদুল বারী বলেন, “টেলিকম খাতে কাউকে দানব হতে দেওয়া হবে না। যারা চেষ্টা করবে, প্রয়োজনে পাখা কেটে দেওয়া হবে।”

ডিজিটাল সেবা সম্প্রসারণে ইন্টারনেটের দাম কমাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কাজ করছে জানিয়ে এমদাদুল বারী বলেন, “ইন্টারনেটের দাম পানির দরে হওয়া উচিত। ডিজিটাল সেবা সম্প্রসারণ করতে ইন্টারনেটের দাম কমাতেই হবে, যা নিয়ে কাজ করছে বিটিআরসি।”

Link copied!