• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘প্রয়োজনে নির্বাচনের সময়সীমা পরিবর্তন করা হবে’


মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৮, ২০২৩, ০৩:০৫ পিএম
‘প্রয়োজনে নির্বাচনের সময়সীমা পরিবর্তন করা হবে’
মাদারীপুরে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় কথা বলছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। ছবি : সংগৃহীত

সংবিধানের মধ্যে থেকে প্রয়োজনে নির্বাচনের সময়সীমা পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর। নিবন্ধিত ৪৪টি দলকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা চাই প্রতিটি নিবন্ধিত রাজনৈতিক দল দ্বাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক।”

মঙ্গলবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে মাদারীপুরে নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ইসি আলমগীর বলেন, “আমাদের নির্বাচনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে অনেক রাষ্ট্র থেকে কারা কারা নির্বাচন দেখতে আসছেন, তার তালিকাও পেয়েছি। সুতরাং নির্বাচন নিয়ে কোনো চাপ নেই। সঠিক সময়েই নির্বাচন হবে।”

নির্বাচনের দিনে সেনাবাহিনী থাকার সম্ভাবনা রয়েছে জানিয়ে নির্বাচন কমিশনার বলেন, “নির্বাচনের দিন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ রিটার্নিং কর্মকর্তারা মাঠে থাকবেন। সেই সঙ্গে সেনাবাহিনীও মাঠে থাকার সম্ভাবনা রয়েছে।”

সভায় সভাপতিত্ব করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, পুলিশ সুপার মো. মাসুদ আলম, জেলা নির্বাচন কর্মকর্তা আহমেদ আলী। এছাড়াও জেলার নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা মতবিনিময়ে অংশ নেন।

Link copied!