• ঢাকা
  • শুক্রবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৫, ৮ ফাল্গুন ১৪৩০, ২৩ শা'বান ১৪৪৬

যৌথ বাহিনীর অভিযানে নিহত ২ জনের পরিচয় মিলেছে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৫, ০২:১৬ পিএম
যৌথ বাহিনীর অভিযানে নিহত ২ জনের পরিচয় মিলেছে
ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বছিলার ৪০ ফুট এলাকায় যৌথ বাহিনীর অভিযানে নিহত দুজনের পরিচয় পাওয়া গেছে। তাদের মরদেহ বর্তমানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে।

নিহতরা হলেন ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ গ্রামের মো. শাহজাহান আলীর ছেলে মিরাজ হোসেন (২৫)। তিনি মোহাম্মদপুর চাঁদ উদ্যান এলাকার ৮ নম্বর রোডের সান্দামির বাড়িতে ভাড়া থাকতেন। অন্যজন শরীয়তপুরের গোসাইরহাটের দেশভুয়াই গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. জুম্মন (২৬)। চাঁদ উদ্যান এলাকার ৫ নম্বর রোডের হুজুরের বাড়ির ভাড়াটে ছিলেন তিনি। 

এদিকে এ ঘটনায় গ্রেপ্তার পাঁচজনের মধ্যে আল আমিনের বাড়ি বরিশালে। তার বাবার নাম রহিম।

এ ছাড়া বাকিদের বাড়ি ভোলায়। তারা হলেন আব্দুর রবের ছেলে মো. হোসেন (২৩), মো. জলিলের ছেলে মো. মিরাজ, মো. মোতাহারের ছেলে মমিনুল (২০) এবং সাঈদ খাঁর ছেলে মো. মেহেদী।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মোমিন বলেন, চাঁদ উদ্যানের লাউতলায় কিছু শীর্ষ সন্ত্রাসী বৈঠক করছে, এমন খবরে যৌথ বাহিনীর একটি দল সেখানে গেলে সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালায়। এতে সেনাবাহিনীর সদস্যরাও পাল্টা গুলি চালায়।

এভাবে দুই থেকে তিন মিনিট গোলাগুলি হয়। একপর্যায়ে পাঁচজন সন্ত্রাসী চিৎকার করে আত্মসমর্পণ করে।
তিনি আরো বলেন, আত্মসমর্পণকারীদের গ্রেপ্তারের সময় তাদের দুই সহযোগী সন্ত্রাসীর গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়। এ ছাড়া তাদের কাছ থেকে একটি রিভলবার ও কিছু গুলি পাওয়া যায়। আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে।

Link copied!