• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘সুযোগ এলে শেখ হাসিনার পক্ষে মামলা লড়ব’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২১, ২০২৪, ০১:৩০ পিএম
‘সুযোগ এলে শেখ হাসিনার পক্ষে মামলা লড়ব’
জ্যেষ্ঠ আইনজীবী জেড আই খান পান্না। ফাইল ছবি

সুযোগ এলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে মামলায় লড়বেন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী জেড আই খান পান্না।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরীর জামিন স্থগিত নিয়ে সাংবাদিকের ব্রিফিংয়ের সময় এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

জেড আই খান পান্না বলেন, “আজ আদালতে নিয়মিত শুনানির সময় কেউ একজন জানতে চান যে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিটি) আমি কারও পক্ষে লড়ব কি না। তখন আমি বলেছি, সুযোগ আসলে শেখ হাসিনার পক্ষেই লড়ব।”

অতীতে আপনি শেখ হাসিনা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনায় সরব ছিলেন। এখন তার পক্ষে লড়তে চাইছেন। এটি আপনার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক কি না, এমন প্রশ্নে জবাবে এই জ্যেষ্ঠ আইনজীবী বলেন, “অবশ্যই সাংঘর্ষিক। কিন্তু প্রত্যেক মানুষের আইনি সুবিধা পাওয়ার অধিকার আছে। মানবিক দিক বিবেচনা করেই আমি শেখ হাসিনার পক্ষে লড়ার আগ্রহ প্রকাশ করেছি।”

Link copied!