• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

বর্তমানে অ্যান্টি আওয়ামী লীগের ভোট ডাবল : জাপা মহাসচিব


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৩, ০৪:২৮ পিএম
বর্তমানে অ্যান্টি আওয়ামী লীগের ভোট ডাবল : জাপা মহাসচিব
জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ফাইল ফটো

সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে বলেই নির্বাচনে এসেছি বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। তিনি বলেছেন, “জাতীয় পার্টি নির্বাচন করবে দলীয় প্রতীকে, এককভাবে। আমরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ চাই।”

মঙ্গলবার (৫ ডিসেম্বর) বনানীর জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে তিনি এসব কথা বলেন।

মুজিবুল হক চুন্নু বলেন, “গত কয়েক বছরের স্থানীয় নির্বাচনের অভিজ্ঞতা সুখকর ছিল না। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে নির্বাচনের পরিবেশ সুন্দর হবে। নির্বাচন কমিশনের সঙ্গে সরকারও আশ্বস্ত করেছে ভালো পরিবেশ হবে।”

দ্বাদশ জাতীয় নির্বাচনের বিভিন্ন বিষয় তুলে ধরে জাপা মহাসচিব বলেন, “প্রতীক বরাদ্দের পর নির্বাচনের পরিবেশ পরিস্থিতি বোঝা যাবে। এখন পর্যন্ত জাতীয় পার্টির ৯ জনের প্রার্থিতা বাতিল হয়েছে। ২৭২ জনের মনোনয়নপত্র বৈধ আছে। বাতিল হওয়ারা আপিল করবেন।”

মুজিবুল হক চুন্নু আরও বলেন, “বর্তমানে অ্যান্টি আওয়ামী লীগের ভোট ডাবল। ভোটাররা কেন্দ্রে আসতে পারলে, ভোটাধিকার প্রয়োগ করতে পারলে আমরা আওয়ামী লীগের থেকে বেশি ভোট পাব।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!