• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

‘নিজের দোকান পোড়ার চিত্র চেয়ে চেয়ে দেখছি, কিছুই করতে পারছি না’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২৩, ১১:১৭ এএম
‘নিজের দোকান পোড়ার চিত্র চেয়ে চেয়ে দেখছি, কিছুই করতে পারছি না’

রাজধানীর নিউমার্কেটে লাগা আগুনের ভয়াবহতা বেড়েই চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (১৫ এপ্রিল) ঘটনাস্থলে দেখা যায়, আগুনের তাপ বেড়ে যাওয়ায় অনেক ব্যবসায়ী দোকানে ঢুকতে পারেননি। এতে দোকান ও মালামাল চোখের সামনেই পুড়ে যেতে দেখেন উপস্থিত ব্যবসায়ীরা।

মঈনুল ইসলাম নামের এক ব্যবসায়ী বলেন, “এই মার্কেটের দ্বিতীয় তলায় ৩২৫ নম্বর ঝাক্কাস ফ্যাশনটি আমার। এটি মূলত পাঞ্জাবির দোকান। দোকানটি বন্ধ ছিল। আগুনের খবর পেয়ে এসে দেখি দোকান পুড়ছে। নিজের দোকান পোড়ার চিত্র চেয়ে চেয়ে দেখছি, কিছুই করতে পারছি না।”

এর আগে শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া) শাহজাহান সিকদার বলেন, “আজ ভোর ৫টা ৪০ মিনিটে নিউ সুপার মার্কেটে এ আগুন লাগে এবং ৫টা ৪৩ মিনিটে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে ইউনিট সংখ্যা বাড়িয়ে ১৯টি এবং সর্বশেষ ২৮টি করা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।”

এদিকে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি কাজ করছেন র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এ ছাড়া ব্যবসায়ীরাও আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের সাহায্য করছেন।

Link copied!