• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৩, ১১:৫৭ এএম
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে স্বামী-স্ত্রী নিহত

রাজধানীর ভাটারায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল স্বামী-স্ত্রীর। রান্না করা অবস্থায় কিচেন রুমের গ্যাস সিলিন্ডার থেকে গ্যাস নির্গত হয়ে বিস্ফোরণে দগ্ধ হয়ে তারা মারা যান।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে ভাটারা থানার সাঈদনগরে এ বিস্ফোরণ ঘটে।

নিহতরা হলেন আব্দুল মজিদ শিকদার (৭২) ও তার স্ত্রী তাসলিমা আক্তার (৪৭) ।

প্রতিবেশীরা জানান, ভোর সাড়ে পাঁচটার কিছু আগে হঠাৎ করেই বিস্ফোরণের আওয়াজ পান তারা। জানালা দিয়ে পাশের ভবন থেকে দেখা যায় জ্বলছে আগুন। তারা এসে দীর্ঘ আধা ঘণ্টা ধরে দরজা ধাক্কান। এক পর্যায়ে দরজা ভেঙেই ভেতরে ঢুকে দেখতে পান দুজনেই আগুনে ঝলসে ঘটনাস্থলেই মারা গেছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সময় স্বামী-স্ত্রী দুজন ছাড়া বাসায় আর কেউই ছিল না। তাদের দুই ছেলে পরিবার নিয়ে দীর্ঘ সময় ধরেই ইতালিতে বসবাস করছেন।

Link copied!