• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ২ শাওয়াল ১৪৪৬

দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোয় প্রতিবাদ করায় প্রকাশ্যে কোপানো হলো স্বামী-স্ত্রীকে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৫, ১০:১৩ এএম
দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোয় প্রতিবাদ করায় প্রকাশ্যে কোপানো হলো স্বামী-স্ত্রীকে
ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে রাস্তায় প্রকাশ্যে স্বামী-স্ত্রীকে দা দিয়ে কুপিয়েছে বখাটে কিশোর চক্রের সদস্যরা। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই দুই হামলাকারীকে পিটুনি দিয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন।

আটক ব্যক্তিরা হলেন মোবারক হোসেন ও  রবি রায়। স্থানীয়রা জানান, এই বখাটে কিশোর চক্রটির সদস্যরা উত্তরা সেক্টরের ভেতরে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিল।

এ সময় তাদের মোটরসাইকেল একটি শিশুকে চাপা দেওয়ার চেষ্টা করে। পাশ দিয়ে যাওয়া আরেকটি মোটরসাইকেলে ভুক্তভোগী দম্পতি এ ঘটনার প্রতিবাদ করলে কিশোর গ্যাংয়ের সদস্যরা তাদের লোকজন ডেকে ধারালো অস্ত্র দিয়ে ওই দম্পতিকে আঘাত করে।

একপর্যায়ে স্থানীয়রা দুই হামলাকারীকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেন।

Link copied!