বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, “একদিকে গুলি আর লাশ, অন্যদিকে সংলাপ! আমার ভাইয়ের রক্তের ওপর দিয়ে কীভাবে সংলাপ হতে পারে?”
বৃহস্পতিবার (১৮ জুলাই) সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে বসার বিষয়ে সরকারের ইতিবাচক বার্তার পর ফেসবুকে এক স্ট্যাটাসে প্রশ্ন ছুড়ে তিনি এসব কথা বলেন।
এর আগে বৃহস্পতিবার দুপুরে সংসদ ভবন এলাকায় ব্রিফিংয়ে হাইকোর্টের পরিপত্র বাতিল নিয়ে শুনানি এগিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, “অ্যাটর্নি জেনারেলকে দায়িত্ব দিয়েছি। তিনি রোববার (২১ জুলাই) দেশের সর্বোচ্চ আদালতে আপিল করবেন।”
আনিসুল হক বলেন, “কোটা সংস্কারে দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সরকার আলোচনায় বসতে রাজি। শিক্ষার্থীরা যখন চাইবে, তখনই আলোচনায় বসা যাবে।”
আন্দোলনকারীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, “পিতৃতুল্য হিসেবে অনুরোধ করছি, আহ্বান জানাচ্ছি, আন্দোলন থেকে সরে আসুন।”
এরপরই কোটাবিরোধী আন্দোলনের নেতা সার্জিস আলম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এ প্রশ্ন ছুড়ে দেন। কোটাবিরোধী পক্ষের আরও অনেকেও একই প্রশ্ন রাখছেন।