সাধারণ ডায়েরি (জিডি) করতে সাধারণত সংশ্লিষ্ট থানায় যেতে হয়। তবে এ পদ্ধতিটি আরও সহজ করা হয়েছে। থানায় না গিয়েও এখন ঘরে বসে অনলাইনে জিডি করা যায়। সেই সঙ্গে ঘরে বসেই জানা যাবে অগ্রগতি।
যেভাবে অনলাইনে জিডি করবেন
প্রথম ধাপ : অনলাইনে জিডি করতে প্রথমে gd.police.gov.bd ওয়েবসাইটে ঢুকতে হবে। সেখানে অনলাইনে জিডির একটি পাতা আসবে। এরপর জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) নম্বর, মোবাইল ফোন নম্বর ও জন্মতারিখ লিখে সাবমিট করতে হবে।
পরিচয় নিশ্চিতের জন্য এসএমএসের মাধ্যমে একটি কোড আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নম্বরে যাবে।
দ্বিতীয় ধাপ : নিজের জন্য নাকি অন্যের পক্ষে জিডি করবেন, সেটি নির্বাচন করতে হবে। জিডির ধরন ও কী হারানো গেছে বা খুঁজে পাওয়া গেছে, তা নির্বাচন করতে হবে। কোন জেলার কোন থানায় বা মহানগরের কোন থানায় জিডি করতে চান, তা নির্বাচন করতে হবে। ঘটনার সময় ও স্থান লিখে ‘পরবর্তী ধাপ’ বাটনে ক্লিক করতে হবে।
তৃতীয় ধাপ : আবেদনকারীর বর্তমান ঠিকানা ও ঘটনা সম্পর্কে বিস্তারিত বর্ণনা লিখতে হবে। জিডি–সম্পর্কিত কোনো নথি (ডকুমেন্ট) থাকলে সেগুলো সংযুক্ত করা যাবে। ই-মেইল দিতে হবে।
এরপর ‘সাবমিট’ (জমা) বাটনে ক্লিক করলে সম্পন্ন হবে অনলাইন জিডির। আবেদন সম্পন্ন হলে লগইন করে আবেদনকারী জিডির সর্বশেষ অবস্থাও জানতে পারবেন।
তবে জমিজমা–সংক্রান্তসহ অন্যান্য ঘটনার বিষয়ে সশরীর থানায় গিয়ে জিডি করতে হয়।