• ঢাকা
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

যেভাবে বাতিল হলো সাবেক সেনাপ্রধানের দুই ভাইয়ের ৪ এনআইডি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০২৪, ০৩:৩১ পিএম
যেভাবে বাতিল হলো সাবেক সেনাপ্রধানের দুই ভাইয়ের ৪ এনআইডি
সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার দুই ভাই। ছবি : সংগৃহীত

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের ৪টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। কীভাবে মিথ্যা তথ্য দিয়ে হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ এনআইডি কার্ড পেলেন, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠন করেছিল কমিশনের এনআইডি শাখা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছেন ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাসচিব মো. মাহবুব আলম তালুকদার।

মাহবুব আলম তালুকদার বলেন, “সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের তদবিরে তার দুই ভাই হারিস ও জোসেফের নামে ৪টি পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। ওই এনআইডিগুলোতে ভুয়া তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। তাই তাদের এনআইডি ইসির সার্ভার থেকে ই-ব্লক করে দেওয়া হয়েছে। ফলে এনআইডি যাচাই সংক্রান্ত কোনো সেবা তারা আর পাবেন না।”

এর আগে ২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিছ ও জোসেফ। হারিছ আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজীল। এ ছাড়া তারা ঠিকানাও পরিবর্তন করেছেন।

Link copied!