দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুর-৩ আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে ভোটের লড়াইয়ে শামিল হন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম।
এ আসনে নির্বাচনের শুরু থেকে আলোচনায় ছিলেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম। ভোটারদের নানা প্রতিশ্রুতি ও বক্তব্য দিয়ে দেশজুড়ে আলোচনায় ছিলেন তিনি।
তবে ৭ জানুয়ারির নির্বাচনে বড় ব্যবধানে আনোয়ারা হেরে যান জি এম কাদেরের কাছে।
জি এম কাদের লাঙ্গল প্রতীকে ১৭৫টি কেন্দ্রে ৮১ হাজার ৮৬১টি ভোট পেয়ে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী ঈগল প্রতীকে ২৩ হাজার ৩২৬ ভোট পেয়েছেন।
এই আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন এবং পুরুষ ২ লাখ ৪৭ হাজার ৪৭২ এবং তৃতীয় লিঙ্গের ভোটার দুজন।
তবে হেরে গেলেও ২৩ হাজারের বেশি ভোট পেয়ে সবাইকে চমকে দেন আনোয়ারা ইসলাম।