• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

টানা বৃষ্টি কত দিন, জানাল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২৫, ১০:৪০ এএম
টানা বৃষ্টি কত দিন,  জানাল আবহাওয়া অফিস
ছবি : সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ ও পশ্চিমা বাতাসের প্রভাবে সারা দেশে বৃষ্টি হচ্ছে, যা রোববার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগে বজ্রসহ বৃষ্টি হতে পারে আরও দুই দিন। ৩২ জেলায় বজ্রপাতের সতর্কতা দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, বঙ্গোপসাগরে স্বাভাবিক লঘুচাপের সঙ্গে পশ্চিমা বাতাস মিলে সারা দেশের আকাশ মেঘে ছেয়ে গেছে। এর প্রভাবে বৃষ্টি হচ্ছে, যা ২০ এপ্রিল পর্যন্ত স্থায়ী হতে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল বলেন, ‘দিনাজপুরে ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিকে ঢাকাতে ১০ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এবং এপ্রিল মাসে সাধারণত যে ধরনের বৃষ্টিপাত হয় সেটা হলো, যেখানে বৃষ্টিপাত শুরু হয় সেখানে আধা ঘণ্টা থেকে দেড় ঘণ্টার মতো বৃষ্টিপাত হয়ে ঝড়ে যায়।’

সময়টা কালবৈশাখী মৌসুমের। এরই মধ্যে গাজীপুর, হবিগঞ্জ,নরসিংদীতে বজ্রপাতে ৬ জনের মৃত্যু হয়েছে। নীলফামারী, রংপুর, চুয়াডাঙ্গা, হবিগঞ্জ, সুনামগঞ্জসহ ৩২ জেলায় বজ্রপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাই ঝড়ের সময় ঘরে বা নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ আবাহওয়া অধিদপ্তরের।  

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল বলেন, ‘যদি বজ্রমেঘ দেখা যায় বা কালো মেঘ যদি থাকে বা আমরা যদি বজ্রপাতের শব্দ শুনতে পারি তাহলে আমাদের সবচেয়ে উপযোগী নিরাপদ আশ্রয়ে যেতে হবে। আমরা যদি কেউ খোলা মাঠে থাকি তাহলে চেষ্টা করতে হবে দ্রুত কোনো ছাউনির নিচে চলে যেতে চেষ্টা করতে হবে। কোনো ভাবেই উঁচু কোনো গাছ বা জলাশয়ে আশ্রয় নেওয়া যাবে না।’  

২০ এপ্রিলের পর তাপমাত্রা আবার বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। 

Link copied!