• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

হাসনাত আব্দুল্লাহ কেমন আছেন, জানালেন ঢামেক পরিচালক


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৪, ০২:৩৯ পিএম
হাসনাত আব্দুল্লাহ কেমন আছেন, জানালেন ঢামেক পরিচালক
হাসপাতালে চিকিৎসাধীন হাসনাত আব্দুল্লাহ। ছবি : সংগৃহীত

রাজধানীর সচিবালয়ে আনসার-শিক্ষার্থীদের সংঘর্ষে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ এখন ভালো আছেন, তাকে কেবিনে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

সোমবার (২৬ আগস্ট) দুপুরে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

মো. আসাদুজ্জামান বলেন, “রোববার (২৫ আগস্ট) রাতে সচিবালয়ে আনসার-শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় আমাদের এখানে ৬০ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে আমরা ভর্তি করেছিলাম। তাদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে জরুরি বিভাগের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার থেকে এখন কেবিনে দেওয়া হয়েছে।”

মো. আসাদুজ্জামান আরও বলেন, “তার (হাসনাত আব্দুল্লাহ) অবস্থা এখন ভালো। তার মাথায় সামান্য আঘাত পেয়েছিলেন। তবে তিনি এখন সংক্রামুক্ত।”

এর আগে রোববার দিনভর আনসাররা চাকরি জাতীয়করণের দাবিতে সচিবালয় ঘিরে রাখেন। সেখানে বিক্ষুব্ধ আনসার সদস্যদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয় হাসনাত আব্দুল্লাহসহ অনেকে আহত হন।

Link copied!