• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

আগামী ৩ দিন কেমন শীত থাকবে, জানাল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ০১:৫২ পিএম
আগামী ৩ দিন কেমন শীত থাকবে, জানাল আবহাওয়া অফিস
শীত পড়েছে। ছবি : সংগৃহীত

রাজধানীসহ সারা দেশে দিনে তেমন বুঝা না গেলেও রাত হলেই শীত অনুভূত হচ্ছে। এমন পরিস্থিতিতে আগামী ৩ দিন রাতের তাপমাত্রা আরও কমতে পারে। একই সঙ্গে শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় দেওয়া ৭২ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মঙ্গলবার (৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রা হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আর রাতের তাপমাত্রা এক থেকে ২ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। কুয়াশার অবস্থা একই রকম থাকতে পারে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এদিন রাত এবং দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে। এ ছাড়া কুয়াশার অবস্থা অপরিবর্তিত থাকতে পারে।

Link copied!