স্বামীর সঙ্গে ঝগড়া করে মুনা (২৬) নামে এক গৃহবধু ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রাজধানীর কামরাঙ্গীরচরের নূরবাগ এলাকায় এ ঘটনা ঘটেছে।
বুধবার (২২ মার্চ) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহতের বাড়ি শরীয়তপুর জেলার নড়িয়া এলাকায়।
ঘটনার বিবরণ জানিয়ে কামরাঙ্গীরচর থানার উপপরিদর্শক মো. সাইফুল ইসলাম বলেন, “এক বছর হলো মুনার বিয়ে হয়েছে। মঙ্গলবার (২১ মার্চ) রাতে স্বামীর সঙ্গে সামান্য বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে তার স্বামী ঘুমিয়ে পড়লে পাশের রুমে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়ে। পরে ভোরে স্বামী উঠে দেখেন স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলে আছে।”
মো. সাইফুল ইসলাম আরও বলেন, “বুধবার ভোরে খবর পেয়ে কামরাঙ্গীরচরের নুরবাগ মেরিস্টোপ গলির হাজী হোসেন সাহেবের বাড়ির সপ্তম তলায় গিয়ে গৃহবধূকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাই। পরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়।”