• ঢাকা
  • রবিবার, ০৬ অক্টোবর, ২০২৪, ২১ আশ্বিন ১৪৩১, ২ রবিউস সানি ১৪৪৬

গরম নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৬, ২০২৪, ০২:৩৩ পিএম
গরম নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস
ছবি : সংগৃহীত

দেশজুড়ে কয়েক দিন ধরে বৃষ্টি হলেও তীব্রতা কমেছে। তবে শুক্রবার পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এর পর থেকেই দেশের বিভিন্ন স্থানে গরম পড়তে পারে। রোববার আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এ তথ্য জানান।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবারের পর থেকে যে গরম বাড়বে তার মাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের বেশি হবে না। সকাল ৯টায় দেশের চার বন্দরকে দেওয়া ৩ নম্বর সতর্কসংকেত উঠিয়ে নিতে বলা হয়েছে।

সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে সর্বোচ্চ বৃষ্টি হয় কুড়িগ্রামের রাজারহাটে, ১৬৪ মিলমিটার। আর রাজধানীতে বৃষ্টি হয় ৩০ মিলিমিটার। এবার যে বৃষ্টি হলো, তা মূলত লঘুচাপ ও মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে। তবে এবারের বৃষ্টির মধ্য দিয়ে মৌসুমি বায়ু বিদায় নেবে।

আগামী শুক্রবারের পর দেশে আর বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!