বিএনপিকে ইসরায়েলিদের সঙ্গে তুলনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেছেন, “বিএনপি শনিবার (২৮ অক্টোবর) যে ধ্বংসাত্মক কর্মসূচি করেছে, পুলিশ তা ধৈর্যসহকারে মোকাবিলা করেছে। গাজায় যেভাবে ইসরায়েলি বাহিনী হামলা করেছে, বিএনপিও সেই একইভাবে হাসপাতালে হামলা চালিয়েছে।”
রোববার (২৯ অক্টোবর) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, “সহিংসতার দায় বিএনপি এড়াতে পারবে না। আইন অনুযায়ী এর বিচার হবে। পুলিশ হত্যা করে নতুন নৃশংস ও বর্বরতার নজির সৃষ্টি করেছে বিএনপি।”
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আহত হলো পুলিশ, ক্ষতিগ্রস্ত হয়েছে সাধারণ মানুষ। আর তারাই আবার হরতাল করছে। যারা প্রধান বিচারপতির বাসায়, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, পুলিশ হাসপাতালে হামলা করেছে, তাদের বিরুদ্ধে মামলা হবে।”
আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, “মামলা শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তরা মমলা করবে। পুলিশ হাসপাতালে হামলার জন্যও মামলা হবে। সুনির্দিষ্টভাবে আসামিদের গ্রেপ্তার করা হবে।”