অন্তর্বর্তী সরকারের কোনো ভুল হলে সেটি ধরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, “আমাদের ভেতরে যদি কোনো ভুল হয় বা দুর্নীতি হয়, আপনারা (গণমাধ্যম) প্রকাশ করেন। এতে আমরা সচেতন হবো এবং সংশোধন করতে পারব।”
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকালে পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারের ইতিহাস, ঐতিহাসিক ভবন সংরক্ষণ ও পারিপার্শ্বিক উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “আমাদের ভুলগুলো অবশ্যই আমাদের ধরিয়ে দেবেন। কিন্তু ভুল না হলে, সেটা করবেন না। যেহেতু আমরা মানুষ, আমাদের ভুল হতেই পারে। যদি আমাদের ভেতরে কোনো দুর্নীতি হয়, আপনারা বলে দেবেন যে এটা করছেন। এতে আমার কোনো আপত্তি নেই।”
কারাগারের প্রকল্পের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “কারাগারের গাড়ি পার্কিংয়ের জায়গাটি ছোট, এটা আরও বড় করতে হবে। কারাগারের বাইরে রাস্তার প্রশস্ততা আরও বাড়াতে হবে। রাস্তার প্রশস্ততা না বাড়ালে যানজট হবে, এতে লোকজন যে সময় এখানে আসবে সে সময় তাদের গাড়ি রাখা ও চলাচলের অসুবিধা হবে।”
জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, “প্রকল্পের কাজ বেশ ভালোভাবেই আগাচ্ছে এবং তারা বেশ ভালোভাবেই কাজ করে যাচ্ছে। আরেকটি বিষয়, যেই বাজেট রয়েছে সেই বাজেটের ভেতরেই কাজটা সম্পন্ন করতে হবে। নতুন বাজেট দেওয়া হবে না। আমাদের দেশে একটা ধারা তৈরি হয়েছে, প্রথমে একটা বাজেট করে, কয়দিন পর বলে আবার সেটা বাড়াতে হবে। সেটা আর চলবে না। যেই বাজেট আছে এই বাজেটের মধ্যেই কাজটা শেষ করতে হবে।”