• ঢাকা
  • সোমবার, ৩১ মার্চ, ২০২৫, ১৭ চৈত্র ১৪৩০, ৩০ রমজান ১৪৪৬

পবিত্র জুমাতুল বিদা আজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৮, ২০২৫, ১০:১৫ এএম
পবিত্র জুমাতুল বিদা আজ
ছবি: সংগৃহীত

পবিত্র মাহে রমজানের শেষ শুক্রবার আজ, যা মুসলিম বিশ্বে ‘জুমাতুল বিদা’ হিসেবে পরিচিত। রমজান মাসের শেষ জুমা হওয়ায় এটি মুসল্লিদের কাছে বিশেষ মর্যাদাপূর্ণ একটি দিন। দিনটি রমজান মাসের বিদায়ের সংকেত হিসেবে পালন করা হয় এবং মুসলমানরা এটি অত্যন্ত গুরুত্বসহকারে পালন করেন।

দিনটি বিশেষভাবে পালন করার কারণ হলো, মুসলমানরা বিশ্বাস করেন যে, আগামী বছর আরেকটি রমজানে হয়তো তাদের ভাগ্যে এই দিনটি জুটবে না। এ জন্য তারা জুমাতুল বিদাকে বিশেষভাবে পালন করেন এবং আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনা করেন।

আজকের দিনে, সারা বিশ্বে মসজিদগুলোতে বিশেষ খুতবা ও দোয়া অনুষ্ঠিত হবে। রমজান মাসের ফজিলত এবং ইবাদতের গুরুত্ব সম্পর্কে খুতবায় আলোচনা করা হবে। এ ছাড়া মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মোকাদ্দাসের মুক্তির উদ্দেশ্যে রমজানের শেষ শুক্রবারে বিশ্বব্যাপী আল কুদস দিবস ও পালিত হয়।

ধর্মপ্রাণ মুসল্লিরা আজও মসজিদে এসে জুমার নামাজ আদায় করবেন এবং পরে মহান আল্লাহর কাছে ক্ষমা ও রহমত প্রার্থনা করবেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!