• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

একদিনের ব্যবধানে সোনার সর্বোচ্চ দাম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২১, ২০২৪, ০৮:৪২ এএম
একদিনের ব্যবধানে সোনার সর্বোচ্চ দাম

একদিনের ব্যবধানে দেশের বাজারে ইতিহাসের সর্বোচ্চ দাম উঠেছে সোনার। সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম ১ হাজার ৫১৭ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ১ লাখ ২৪ হাজার ৫০১ টাকা।

বুধবার (২১ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

এর আগে, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং চেয়ারম্যান মাসুদুর রহমানের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বুধবার (২১ আগস্ট) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

এর আগে, ১৮ আগস্ট দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ হাজার ৯০৪ টাকা বাড়িয়ে ১ লাখ ২২ হাজার ৯৮৫ টাকা করা হয়েছিল। 

Link copied!