বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তিতে ‘রিসিভার’ নিয়োগের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
এ ছাড়া বেক্সিমকোর প্রতিষ্ঠানগুলো কী পরিমাণ বকেয়া ঋণ আছে, তা বাংলাদেশ ব্যাংকে জানাতে কেনো নির্দেশ দেওয়া হবে না জানতে রুল জারি করা হয়েছে।
একই সঙ্গে ঋণ পরিশোধে নিয়মবহির্ভূত কী সুবিধা দেওয়া হয়েছে তাও জানতে চাওয়া হয়েছে।