রাজধানীর হাজারীবাগের বেরিবাঁধ এলাকায় সজল রাজবংশী (৩৭) নামের এক জুয়েলার্স ব্যবসায়ীকে গুলি করে সঙ্গে থাকা ৫০ ভরি স্বর্ণ ও নগদ চার লাখ টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে সেকশন বেরিবাঁধ রাস্তার ওপরে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় সজল রাজবংশীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি আমিরুল ইসলাম বলেন, “দোকান বন্ধ করে স্বর্ণ ও টাকা নিয়ে বাসায় ফেরার পথে তিন থেকে চারটি মোটরসাইকেল জুয়েলারি ব্যবসায়ী সজল রাজবংশীকে পথরোধ করে। পরে তার পায়ে একটি গুলি করে সঙ্গে থাকা টাকা ও ৫০ ভরি স্বর্ণ ডাকাতি করে নিয়ে যায়। এঘটনায় একটি মামলা করা হয়েছে। ডাকাতদের গ্রেপ্তারে আমরা কাজ করছি।”
সজলের ছোট ভাই জয় রাজবংশী বলেন, “বড় ভাই কামরাঙ্গীরচরে ইতি জুয়েলার্সের মালিক। রাতের দোকান বন্ধ করে ব্যাগের মধ্যে ৫০ ভরি স্বর্ণ ও নগদ চার লাখ টাকা নিয়ে তার মোটরসাইকেলে করে হাজারীবাগ জেলে পাড়ার বাসায় ফিরছিলেন। বেরিবাঁধ সেকশন এলাকায় পৌঁছালে অজ্ঞাতনামা চার থেকে পাঁচজন ব্যক্তি মোটরসাইকেল নিয়ে হেলমেট পরিহিত অবস্থায় রাস্তা গতিরোধ করে ও ফাঁকা গুলি করে। পরে তার বাম পায়ে গুলি করে তার সঙ্গে থাকা ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।”
জয় রাজবংশী আরও বলেন, আহত অবস্থায় রাতেই তাকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।