ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এয়ারপোর্ট থেকে আটকের সময় পালিয়ে গেছেন, এমন খবর ছড়িয়ে পড়েছে। তবে তিনি দেশেই আছেন এবং তাকে কেউ আটক করেননি বলে দাবি করেছেন নিজেই।
মঙ্গলবার (৬ আগস্ট) বিকেল ৩টা ৪০ মিনিটে অনলাইন সংবাদমাধ্যম জাগো নিউজকে মোবাইলে তিনি এ তথ্য জানান।
মোবাইলে তার কাছে জানতে চাওয়া হয় আপনি না কি আটক হয়েছেন? জবাবে হারুন অর রশীদ বলেন, “আমি সকালে অফিস গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখি কেউ নেই, পরে আমি বাসায় চলে এসেছি।”
দেশ ছাড়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, “আপনারা (সংবাদকর্মী) বলছেন, আমি এয়ারপোর্ট থেকে ফিরে আসছি। এ ধরনের কিছু বলছেন না কি? আমি কালকে কেমনে যামু? গতকালই তো ফ্লাইট বন্ধ ছিল। ফ্লাইট তো আজকে থেকে শুরু হয়েছে। তা আমি কালকে কীভাবে যাব? এটা তো রিউমার।”