বিএনপির দলের চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরীর পরিচয় শনাক্ত করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) রাতে ডিএনএ পরীক্ষা শেষে হারিছ চৌধুরীর মরদেহ তার পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মামলার তদারকি কর্মকর্তা এসআই মো. ওয়াজেদ আলী, হারিছ চৌধুরীর মেয়ে ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরীসহ তাঁর স্বজনেরা।
সামিরা তানজিন চৌধুরী জানান, ১৫ বছর ধরে তার বাবাকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। অবশেষে তিনি ন্যায় বিচার পেয়েছেন। যথাযোগ্য মর্যাদায় রোববার প্রিয় কানাইঘাটে হারিছ চৌধুরীকে দাফন করা হবে।
এর আগে, ৫ সেপ্টেম্বর হারিছ চৌধুরীর মরদেহ কবর থেকে তুলে ডিএনএ পরীক্ষার নির্দেশ দেন হাইকোর্ট। পরে ১৬ অক্টোবর তাঁর মরদেহ কবর থেকে তোলা হয়। মরদেহ ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালে রাখা হয়। সেখান থেকেই চলে ডিএনএ পরীক্ষার কার্যক্রম।