• ঢাকা
  • মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১, ১১ রবিউস সানি ১৪৪৬

স্ত্রীসহ হাফিজুর রহমান লিকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৪, ০৯:১৮ পিএম
স্ত্রীসহ হাফিজুর রহমান লিকুর দেশত্যাগে নিষেধাজ্ঞা
স্ত্রীর সঙ্গে গাজী হাফিজুর রহমান লিকু। ছবি : সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক সহকারী একান্ত সচিব (এপিএস) গাজী হাফিজুর রহমান লিকু ও তার স্ত্রী রহিমা আক্তারের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

সোমবার (১৪ অক্টোবর) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

তথ্যটি নিশ্চিত করেছেন দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন।

আমির হোসেন জানান, দুদকের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয়েছে।

সোমবার দুদকের উপপরিচালক মো. আহসানুল কবীর পলাশ তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মো. রেজাউল করিম রেজা শুনানি করেন। শুনানি শেষে আদালত তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!