রাজধানীর গুলশানে আবাসিক ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও আহত অবস্থায় আরও ২২ জনকে উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব আবদুল্লাহ মাসুদ চৌধুরী।
আবদুল্লাহ মাসুদ চৌধুরী বলেন, “রাত ১১টার দিকে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। আমাদের উদ্ধারকারী টিম ভেতরে ঢুকেছে। তারা উদ্ধার কাজ চালাচ্ছেন। এখন পর্যন্ত একজন মারা গেছেন বলে খবর পেয়েছি।”
ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম জানান, আগুন লাগা ভবনের কয়েকটি ফ্লোর থেকে নারী-শিশুসহ ২২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার কর্মীরা এখনো সার্চ করছে। লাফিয়ে পড়া আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, তদন্ত করে পরবর্তীতে জানা যাবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মইনউদ্দিন।
এর আগে, রোববার সন্ধ্যা ৭টার দিকে গুলশান-২ নম্বরের ১০৪ নম্বর রোডের ১২তলা ভবনের সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। কিন্তু আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পরবর্তীতে মোট ১৯টি ইউনিট নেভানোর কাজে যুক্ত হয়।