মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার পর সারা দেশে গ্রামীণফোনের গ্রাহকরা সংযোগ পাচ্ছেন না।
রাজধানীর মিরপুরের বাসিন্দা রাশেদ হাসান বলেন, “ঘণ্টাখানেক ধরে গ্রামীণফোনের কোনো সংযোগ পাচ্ছি না।”
এদিকে এক বিজ্ঞপ্তিতে গ্রামীণফোন বলেছে, “ফাইবার অপটিক কেব্ল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্বসহকারে কাজ করে যাচ্ছে।
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, “গ্রামীণফোনের নেটওয়ার্ক ডাউন সম্পর্কে আমরাও জেনেছি। তবে ঠিক কী সমস্যা হয়েছে জানি না।’