• ঢাকা
  • রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৬

‘বিএফডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৫, ০৫:২২ পিএম
‘বিএফডিসিকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে’
বক্তব্য রাখছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। ছবি : সংগৃহীত

বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনকে (বিএফডিসি) লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম। তিনি বলেছেন, “শুটিং, এডিটিংসহ চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত সকল কাজ যেন বিএফডিসিতে সম্পন্ন হয়। সে লক্ষ্যে সরকার সার্বিক সহযোগিতা করবে।”  

মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে বিএফডিসি পরিদর্শন শেষে জহির রায়হান ভিআইপি প্রজেকশন হলে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বিএফডিসির সম্ভাবনার কথা উল্লেখ করে মাহফুজ আলম বলেন, “ঢাকার প্রাণকেন্দ্রে বিএফডিসির অবস্থান হওয়ায় এখানে চলচ্চিত্র নির্মাণ-সংক্রান্ত বিভিন্ন ধরনের কাজের সুযোগ রয়েছে। এসব সুযোগ কাজে লাগানোর জন্য তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাই।”

তথ্য উপদেষ্টা বলেন, “বিএফডিসিতে বেশ কিছু সংকট রয়েছে। এসব সংকট সমাধানে সরকার কাজ করছে।”

মতবিনিময় সভার আগে তথ্য উপদেষ্টা বিএফডিসির নির্মাণাধীন কমপ্লেক্স, শুটিং ফ্লোর, এডিটিং শাখা, লাইট শাখা, কালার ল্যাব, সাউন্ড শাখা এবং পরিচালক ও শিল্পী সমিতির অফিস পরিদর্শন করেন।

এসময় বিএফডিসির ব্যবস্থাপনা পরিচালক মাসুমা রহমান তানিসহ সরকারি কর্মকর্তা ও চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!