দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন কারণে প্রার্থিতা বাতিল হওয়ায় ভোট গ্রহণের ১১ দিন আগেও আদালতে চলছে প্রার্থিতা ফিরে পাওয়ার যুদ্ধ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চেম্বার আদালতের আদেশে প্রার্থিতা ফিরে পেয়েছেন আরও ৪ জন।
তারা হলেন, ময়মনসিংহ-১০ এর কায়সার আহম্মদ, সিরাজগঞ্জ ৩ আসনের মো. নুরুল ইসলাম, বগুড়া-৭ এর মোহাম্মদ আমজাদ হোসেন ও নড়াইল-২-এর মো. নুরুল ইসলাম।
এদিন বরিশাল–৪ আসনের নৌকার প্রার্থী শাম্মী আহমেদের আইনজীবী আদালতকে জানিয়েছেন, তার নাগরিকত্ব ত্যাগের বিষয়টি নিষ্পত্তি করেছে অস্ট্রেলিয়ার সরকার।
এদিকে, হাইকোর্টে নতুন করে শুনানি না হলেও জমা পড়েছে প্রার্থিতা সংক্রান্ত বেশ কয়েকটি আবেদন। এ বিষয়ে নির্বাচন কমিশনের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ আনিসুজ্জামান বলেন, “এভাবে প্রার্থিতা ফিরে পাওয়ার রিট আবেদন চলতে থাকলে শেষ মুহূর্তে এসে তা নির্বাচন আয়োজনের জটিলতা বাড়াতে পারে।”