• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

দেশবাসীর জন্য দু-এক দিনের মধ্যে সুখবর আসছে : জামায়াত আমির


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৪, ২০২৪, ০৯:১৩ পিএম
দেশবাসীর জন্য দু-এক দিনের মধ্যে সুখবর আসছে : জামায়াত আমির
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ছবি : সংগৃহীত

দেশবাসীর জন্য আগামী দু-এক দিনের মধ্যে সুখবর আসছে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সংলাপ শেষে রাজধানীর ফরেন সার্ভিস অ্যাকাডেমি থেকে বেরিয়ে সাংবাদিকদের তিনি এই কথা জানান।

ডা. শফিকুর রহমান বলেন, “দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয়। সব ষড়যন্ত্র মোকাবিলা করতে আমরা ঐক্যবদ্ধ।”

জামায়াতে ইসলামীর আমির আরও বলেন, “অপপ্রচার মোকাবিলায় আমরা সরকারের সঙ্গে কাজ করব। আমরা কারও পাতা ফাঁদে পা দেবো না। কারও কাছে মাথা নত করব না, আবার সীমা লঙ্ঘনও করব না।”

এর আগে বিকেল সোয়া ৪টার দিকে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের চলমান নানা ইস্যুতে আলোচনার জন্য বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে সংলাপে বসেন প্রধান উপদেষ্টা।

বিকেল সাড়ে ৩টা থেকে ফরেন সার্ভিস একাডেমিতে আসতে থাকেন রাজনৈতিক দলগুলোর নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। অন্য সদস্যরা হলেন, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন।

অন্যদিকে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়।

এ ছাড়া অন্য কয়েকটি রাজনৈতিক দলের প্রতিনিধিরাও সংলাপে অংশ নেন। তবে সংলাপে জাতীয় পার্টিকে সরকারের পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়নি।

Link copied!