হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউসের নিজস্ব গুদাম থেকে ৫৫.৫১ কেজি স্বর্ণ হারিয়েছে। এ ঘটনায় রোববার (৩ সেপ্টেম্বর) রাতে কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা সোহরাব হোসেন বাদী হয়ে বিমানবন্দর থানায় মামলা করেন।
বিমানবন্দর থানার উপপরিদর্শক (এসআই) মো. এনায়েত কবির মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এনায়েত কবির মামুন বলেন, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টম হাউজের নিজস্ব গুদাম থেকে স্বর্ণ হারানোর ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা হয়েছে। মামলায় ৫৫.৫১ কেজি স্বর্ণ হারানোর কথা বলা রয়েছে।
তিনি আরও বলেন, মামলার আসামি অজ্ঞাত। এজাহারে কোনো সংখ্যা উল্লেখ করা নেই। এ ঘটনার সঙ্গে জড়িত সংশ্লিষ্টদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। মামলাটির তদন্তের কাজ শুরু হয়েছে।