জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, “যে যতই গালি দিক, গোলাম মোহাম্মদ (জি এম) কাদের এখন বিরোধী দলীয় নেতা।”
শনিবার (৩ জানুয়ারি) জাতীয় পার্টির ঢাকা মহানগর উত্তর আয়োজিত বনানী কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
মুজিবুল হক চুন্নু বলেন, “আওয়ামী লীগের সঙ্গে মহাজোট করার কারণে অনেকেই জাপাকে গৃহপালিত বিরোধী দল বলে। রাজনীতি করতে গেলে সবার সঙ্গে সম্পর্ক থাকা লাগে। জাপা কখনো কারও পারপাস সাফ করে নাই। আমরা সব সময় সরকারের সমালোচনা করেছি।”
জাতীয় পার্টির মহাসচিব বলেন, “দ্বাদশ সংসদে বিরোধী দল কি তা দেখিয়ে দেওয়া হবে। সরকারের ভুল ত্রুটি ধরে দেওয়ার জন্য যা যা করার তাই করা হবে। সংসদে সরকারের সমালোচনা সাহসের সঙ্গে করা হবে।”
মুজিবুল হক চুন্নু আরও বলেন, “সংসদে জনগণের পক্ষে কথা বলা হবে। যারা নির্বাচন বর্জন করেছে, তারাই জাপার কিছু লোককে উস্কানি দিচ্ছে। সংখ্যা বড় নয়, বড় হলো আন্তরিকতা।”