• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২১ রজব ১৪৪৬

অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৩:২২ পিএম
অস্ত্র মামলায় খালাস পেলেন গিয়াস উদ্দিন আল মামুন
গিয়াস উদ্দিন আল মামুন। ফাইল ফটো

অস্ত্র মামলায় খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বন্ধু ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুন। এ ছাড়াও ২০০৭ সালের জুলাইয়ে মামুনকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ডের রায়ও বাতিল করেছে হাইকোর্ট।

সোমবার (২০ জানুয়ারি) বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের বেঞ্চ বিচারিক আদালতের রায়ের বিরুদ্ধে মামুনের দায়ের করা আপিলের শুনানি শেষে এই রায় ঘোষণা করেন হাইকোর্ট।

আদালতে মামুনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ সাঈদ আহমেদ রাজা।

গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন মামুনের আইনজীবী সাব্বির হামজা চৌধুরী।

সাব্বির হামজা চৌধুরী জানান, অবৈধ অস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে খালাস দিয়েছেন। ২০০৭ সালের ২৬ জানুয়ারি গ্রেপ্তার হওয়া গিয়াস উদ্দিন আল মামুন গত বছরের ৬ আগস্ট মুক্তি পাওয়ার পর চারটি মামলায় হাইকোর্ট থেকে খালাস পেয়েছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!