• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৬

দ্বাদশ সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৪, ০৫:১৯ পিএম
দ্বাদশ সংসদ নির্বাচনের ফলের গেজেট প্রকাশ
জাতীয় সংসদ ভবন। ছবি : সংগৃহীত

সদ্য অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন।

মঙ্গলবার (৯ জানুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল ইসলাম।

এর আগে নির্বাচন কমিশনার মো. আলমগীর জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সংসদ সদস্যদের গেজেট নির্বাচন কমিশন অনুমোদন করেছে। তা প্রকাশের জন্য সচিবকে বলা হয়েছে।

আলমগীর বলেন, “কমিশনাররা স্বাক্ষর করেছেন। কিছুক্ষণের মধ্যেই দেখতে পাওয়া যাবে। ডিজিটাল যুগ। তাদের (বিজি প্রেসের) কাছে একটি সফট কপি দেওয়া থাকে। কোনো কারেকশন যদি থাকে তাহলে কারেকশনটা বলে দেওয়া, না হলে ওটাই প্রিন্ট করে দেওয়া। তারপর আজকেই হয়তো সংসদ সচিবলায়ে চলে যাবে।”

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!