• ঢাকা
  • সোমবার, ১৭ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

খেলা তোমরা শুরু করছো, আমরা শেষ করব : সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৫:১৪ পিএম
খেলা তোমরা শুরু করছো, আমরা শেষ করব : সন্ত্রাসী সাজ্জাদের স্ত্রী

ফেসবুক লাইভে এসে ওসিকে পেটানোর হুমকি দেওয়া চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাত ১০টার দিকে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, সাজ্জাদ ঢাকায় একটি শপিং মলে এক সহযোগীসহ ঘোরাঘুরি করছিলেন। সেখানে চট্টগ্রামের এক ব্যক্তি তাকে দেখে চিনতে পারেন। ওই ব্যক্তি লোকজন জড়ো করে সাজ্জাদকে ধরে ফেলেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

এদিকে সাজ্জাদকে গ্রেপ্তারের পর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও বার্তা দিয়েছেন তার স্ত্রী। সেখানে তিনি বলেছেন, “হ্যাঁ, আমার জামাই গতকাল রাতে অ্যারেস্ট হইছে। এটা নিয়ে এতো উল্লাস করার কিছু নেই। মামলা যখন আছে অ্যারেস্ট তো হবেই। এগুলা নিয়ে এতো টেনশন করে, দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করার কিছু নেই। আপনারা যারা ভাবছেন- আমার জামাই অ্যারেস্ট হইছে, আর কোনোদিন বের হবে না- ওদের জন্য একবালতি সমবেদনা। আমরা কারি-কারি, বান্ডিল-বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব।”

তিনি আরও বলেছেন, “আমার জামাই বীরের বেশে চলে আসবে। যারা এ ঘটনা ঘটাইছে তাদের ছাড় দেওয়া হবে না। মাথায় রেখ- এতোদিন আমরা পলাতক ছিলাম। এখন তোমরা পলাতক থাকার বেলা। আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে, তখন খেলা শুরু হবে। খেলা মাত্র শুরু করছো তোমরা। শেষ করব আমরা। আমার জামাই’র যারা সাপোর্টার আছো- আমার জামাইর জন্য দোয়া করবে, যাতে ১০-১২ দিনের মধ্যে জামিন করাই ফেলতে পারি। ধন্যবাদ।”

এর আগে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা সিটি থেকে ছোট সাজ্জাদকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর পুলিশের (সিএমপি) একটি বিশেষ টিম। হাটহাজারী, বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও ও পাঁচলাইশ এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করা দুর্ধর্ষ সন্ত্রাসী ছোট সাজ্জাদ।

পুলিশ জানায়, সাজ্জাদ হোসেন বিদেশে পলাতক ‘শিবির ক্যাডার’ হিসেবে পরিচিত আরেক সন্ত্রাসী সাজ্জাদ আলীর অনুসারী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, চাঁদাবাজির ১৭টি মামলা রয়েছে। গত বছরের আগস্ট থেকে অক্টোবরে আনিস, কায়সার ও আফতাব উদ্দিন নামের তিন বালু ব্যবসায়ীকে গুলি করে হত্যার মামলার আসামি তিনি।

জানা গেছে, গত বছরের ১৭ জুলাই চান্দগাঁও থানা-পুলিশ অস্ত্রসহ সাজ্জাদকে গ্রেপ্তার করে। পরের মাসের শুরুতে তিনি জামিনে বেরিয়ে আসেন। বায়েজিদ বোস্তামী থানাসংলগ্ন হাটহাজারীর শিকারপুরের মো. জামালের ছেলে তিনি। গত বছরের ৪ ডিসেম্বর নগরের অক্সিজেন এলাকায় পুলিশ ধরতে গেলে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি। এতে পুলিশসহ পাঁচজন আহত হন।

গত ২৯ জানুয়ারি ফেসবুক লাইভে এসে সাজ্জাদ বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমানকে পেটানোর হুমকি দেন। পরদিন সাজ্জাদকে ধরতে নগর পুলিশ কমিশনার পুরস্কার ঘোষণা করেন।

Link copied!