মহান বিজয় দিবস উপলক্ষে ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের (ডিএসইসি) সদস্যদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আবদুস সালাম হল রুমে ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতালের সহযোগিতায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা ডিএসইসির প্রায় তিন শতাধিক সদস্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও পরামর্শ দেন।
ডিএসইসি সভাপতি মুক্তাদির অনিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাওহার ইকবাল খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিএসইসির সাবেক সভাপতি মীর মোস্তাফিজুর রহমান, কায়কোবাদ মিলন, আশরাফুল ইসলাম, নাসিমা আক্তার সোমা, কেএম শহিদুল হক, জাকির হোসেন ইমন, মামুন ফরাজী এবং সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়।
এ ছাড়া ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ডিজিএম জসিম উদ্দীন, ডা. মোহা. হাফিজুর রহমান, সুপারিনটেনডেন্ট মো. আব্দুল আজিজ রিয়াদ, সহকারী সুপারিনটেনডেন্ট ইসলামী ব্যাংক হাসপাতালের মার্কেটিং ইনচার্জ এস এম আবদুল্লাহ আল মামুন, ডা. মো. আব্দুস সালাম কার্ডিওলজিস্ট, ডায়াবেটিস ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. আহসান উল্লাহ ও ওজিএস গ্রুপের পরিচালক হান্নান হায়দার প্রমুখ উপস্থিত ছিলেন।
কার্যনিবার্হী কমিটির মধ্যে যুগ্ম সম্পাদক মনির আহমেদ জারিফ, কোষাধ্যক্ষ নাজিম উদ-দৌলা সাদি, দপ্তর সম্পাদক জাফরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক আরিফ আহমেদ, প্রশিক্ষণ ও গবেষণা সম্পাদক তারেক হোসেন বাপ্পি, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাহিদ হাসান, কল্যাণ সম্পাদক মো. সাফায়েত হোসেন, নারীবিষয়ক সম্পাদক ফারহানা নাজনীন ফ্লোরা, কার্যনির্বাহী সদস্য শামসুল আলম সেতু, আনজুমান আরা শিল্পি, আনজুমান আরা মুন, জেসমিন জাহান, মাশরেকা জাহান মনাসহ ডিএসইসির সাবেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মীর মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের ডিজিএম জসিম উদ্দীন বলেন, “আপনাদের দাবির আলোকে ডিএসইসির সদস্য ও তাদের পরিবারের জন্য ইসলামী ব্যাংক হাসপাতালের (২২টি) করপোরেট সুবিধা দেওয়া হবে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কর্মকাণ্ডে আমাদের সহযোগিতা অব্যাহত থাকবে।”
ইসলামী ব্যাংক হাসপাতালে সকল পরীক্ষার ওপর ডিএসইসি সদস্যরা ৪০ শতাংশ ডিসকাউন্ট সুবিধা পাবেন বলেও জানানো হয়।