একটি অবাধ নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনই দেশের বড় সংস্কার বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, “দেশ এখন সংকটময় সময় পার করছে। এ সংকট সমাধানের জন্য গ্রহণযোগ্য নির্বাচনের বিকল্প নেই।”
রোববার (১৯ জানুয়ারি) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) শিক্ষক কমপ্লেক্সে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
সেমিনার শেষে জিয়াউর রহমানের স্মৃতিকে অমলিন রাখার প্রতীক হিসেবে শিক্ষক কমপ্লেক্সসংলগ্ন এলাকায় নিমগাছ রোপণ করা হয়।
সৈয়দ এমরান সালেহ বলেন, “বিএনপি একটি সাম্য ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়তে অঙ্গীকারবদ্ধ। তবে বর্তমান সময়ে দলের ওপর নানা চাপ প্রয়োগের অপচেষ্টা চলছে। বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের নীতিনিষ্ঠ অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে।”
সৈয়দ এমরান সালেহ প্রিন্স আরও বলেন, “আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা দিয়েছেন, যা একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাস্তবায়ন সম্ভব। আগামী নির্বাচনে জনগণ আমাদের ভোট দিলে অবশ্যই ক্ষমতায় আসব। তবে এ পথ অত্যন্ত জটিল ও কঠিন।”
বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দীন, কোষাধ্যক্ষ (চলতি দায়িত্ব) ড. মো. হুমায়ুন কবীর, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার।
সেমিনারে শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নেন।