ভারতসহ একাধিক দেশ থেকে চার কোটি ডিম আমদানির অনুমতি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। চার প্রতিষ্ঠানকে এ অনুমোদন দেওয়া হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) এ অনুমতি দেওয়া হয়।
অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো টাইগার ট্রেডিং, অর্নব ট্রেডিং লিমিটেড, মেসার্স মীম এন্টারপ্রাইজ ও প্রাইম এনার্জি ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লাইয়ার্স।
প্রতিটি প্রতিষ্ঠান এক কোটি করে ডিম আমদানি করতে পারবে।
এর আগে গত বছর ৫১ কোটি ডিম আমদানির অনুমতি চেয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে চিঠি দেন আমদানিকারকরা।
সম্প্রতি ডিম, আলু ও পেঁয়াজের দাম নির্ধারণ করেছে সরকার। এখন থেকে খুচরা পর্যায়ে প্রতি পিস ডিমের দাম পড়বে ১২ টাকা। একই সঙ্গে দাম নিয়ন্ত্রণে রাখতে ডিম আমদানির অনুমতি দেওয়া কথাও বলেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।