ইমরান হাসান নামের এক ছাত্রকে গুলি করে হত্যার ঘটনায় সাবেক রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের ৩ দিনের রিমান্ডের আদেশ দিয়েছিলেন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রেজা। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে এই আদেশ দেওয়ার প্রায় তিন ঘণ্টা পর বিকেলে সেই রিমান্ড স্থগিত করেছেন একই আদালত।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক শাহ আলম মিয়া ৫ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। শুনানি শেষে দুপুর ২টার দিকে তাকে তিন দিনের রিমান্ডের আদেশ দেন আদালত।
জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টার দিকে সুজনকে সঙ্গে নিয়ে আইনজীবী আদালতে এসে দাবি করেন, যে মামলায় সাবেক রেলমন্ত্রীর রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে, সেই মামলায় তার জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করা হয়েছে। আবেদনটি শুনানি শেষে বুধবার (১৮ সেপ্টেম্বর) আদেশের জন্য রাখা হয়েছে।
সাবেক রেলমন্ত্রীর আইনজীবীর পক্ষ থেকে এ তথ্য জানার পর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহীন রিমান্ড আদেশ স্থগিত করেন।
তবে যাত্রাবাড়ী থানায় রফিকুল ইসলাম নামের এক ব্যক্তি হত্যা মামলায় নূরুল ইসলাম সুজনকে গ্রেপ্তার দেখানোসহ ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। একই আদালত তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আগামী ২২ সেপ্টেম্বর রিমান্ড শুনানির দিন ধার্য করেছেন।
এর আগে সোমবার (১৬ সেপ্টেম্বর) রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর কক্ষ থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গত ৫ আগস্ট সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগের নেতাকর্মী ও পুলিশ বাহিনী নির্বিচারে গুলি করে। এতে ইমরান হাসান গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় গত ১ সেপ্টেম্বর নিহতের মা কোহিনুর আক্তার বাদী হয়ে শেখ হাসিনাসহ ২৯৮ জনের নাম উল্লেখ করে মামলা করেন।