• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রিমান্ড শেষে কারাগারে সাবেক রেলমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৪, ০৮:২৮ পিএম
রিমান্ড শেষে কারাগারে সাবেক রেলমন্ত্রী
আদালত প্রাঙ্গণে সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন। ছবি : সংগৃহীত

রিমান্ড শেষে সাবেক রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ছাত্র-জনতার আন্দোলনে যাত্রাবাড়ী এলাকায় রফিকুল ইসলাম গুলিতে নিহতের ঘটনায় করা হত্যা মামলায় গত ২১ সেপ্টেম্বর এ আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আজ ওই রিমান্ড শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা মৃগাংক শেখর তালুকদার সুজনকে কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে তাকে কারাগারে আটক রাখার আদেশ দেন আদালত।

এর আগে গত ১৬ সেপ্টেম্বর রাতে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ৮৩৩ নম্বর কক্ষ থেকে সুজনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন দুপুরে ইমরান হাসান নামের এক শিক্ষার্থী গুলিতে নিহতের মামলায় নূরুল ইসলামের ৫ দিনের রিমান্ড আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন। বিকেলে এ মামলায় তার উচ্চ আদালতে জামিন শুনানি হয়েছে যা আদেশের জন্য রয়েছে জানিয়ে রিমান্ড বাতিলের আবেদন করেন তার আইনজীবী। বিকেলে শুনানি শেষে আদালত তার রিমান্ড স্থগিত করেন।

পরে রফিকুল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রিমান্ডে নেওয়া হয়।

Link copied!