বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা চালানো এবং তাতে অর্থের যোগান দেওয়ার অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (৯ অক্টোবর) বিকেলে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকার উত্তরার দিয়াবাড়ী এলাকা থেকে সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের ডিবি কার্যালয়ে সাবেক এই সংসদ সদস্যকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
র্যাব সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় সোহরাব উদ্দিনের নামে ৪টি মামলা রয়েছে, যার মধ্যে দুটিতে এক নম্বর এবং অপর দুইটিতে ৩ নম্বর আসামি তিনি।
২০১৪ সালে প্রধান বিরোধী দল বিএনপি ছাড়াই হওয়া নির্বাচনে নৌকার প্রার্থী হিসেবে প্রথমবারই বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হন সোহরাব উদ্দিন। পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ছিলেন তিনি। গত জানুয়ারির বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে কটিয়াদি ও পাকুন্দিয়া নিয়ে গঠিত কিশোরগঞ্জ-২ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন।
নৌকার প্রার্থী পুলিশের সাবেক অতিরিক্ত ডিআইজি আব্দুল কাহার আকন্দকে ২১ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেছিলেন সোহরাব উদ্দিন।