রাজধানীর মোহাম্মদপুর থেকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য মোস্তফা জালাল মহিউদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২০ জানুয়ারি) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে গ্রেপ্তার করে।
গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিবি উত্তর বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া।
মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া বলেন, “মোস্তফা জালালকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে তাকে গ্রেপ্তার করা হয়। বিস্তারিত পরে জানানো হবে।”